আজকে তুই রাগ করেছিস,
দু:খ পাবো তাতে।
কালকে যখন মরে যাবো,
রাগ দেখাবি কাকে?
বিধির বিধান এই রকমি,
একদিন তো যাবো মরে।
বুঝবে সেদিন তুই, আমি
ভালোবাসতাম শুধু তোকে.....
______মন আমি-------
বুধবার, ৫ আগস্ট, ২০১৫
আজকে তুই রাগ করেছিস
রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৫
প্লিজ বন্ধু তুমি রাগ করে থেকনা
প্লিজ বন্ধু তুমি রাগ করে
থেকনা তুমি রাগ করে থাকলে
আমার রাগ ভাঙ্গাবে কে?
প্লিজ তুমি অঝর ধরায় কেদোনা
তুমি কাদলে আমার চোখের
পানি মুছে দিবে কে?
তুমি যদি থাক সুখে,তবেই
আমার সুখ,তোমার মুখের মিষ্টি
কথায় ভরে যায় বুক,
তুমি থাক হাসি খুশী এই তো
আমার চাওয়া,
তোমায় নিয়ে বাধবো আমি চট্ট
একটি বাসা--------
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)