বুধবার, ৫ আগস্ট, ২০১৫

আজকে তুই রাগ করেছিস

আজকে তুই রাগ করেছিস,
দু:খ পাবো তাতে।
কালকে যখন মরে যাবো,
রাগ দেখাবি কাকে?
বিধির বিধান এই রকমি,
একদিন তো যাবো মরে।
বুঝবে সেদিন তুই, আমি
ভালোবাসতাম শুধু তোকে.....
______মন আমি-------

রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৫

প্লিজ বন্ধু তুমি রাগ করে থেকনা

প্লিজ বন্ধু তুমি রাগ করে
থেকনা তুমি রাগ করে থাকলে
আমার রাগ ভাঙ্গাবে কে?
প্লিজ তুমি অঝর ধরায় কেদোনা
তুমি কাদলে আমার চোখের
পানি মুছে দিবে কে?
তুমি যদি থাক সুখে,তবেই
আমার সুখ,তোমার মুখের মিষ্টি
কথায় ভরে যায় বুক,
তুমি থাক হাসি খুশী এই তো
আমার চাওয়া,
তোমায় নিয়ে বাধবো আমি চট্ট
একটি বাসা--------

শুক্রবার, ২৩ মে, ২০১৪

হায়রে ভালোবাসা.....

একটা মেয়ে একটা ছেলেকে অনেক
ভালোবাসতো।
ছেলেটি প্রথমে মেয়েটিকে অবহেলা
করত,পাত্তা দিত না।কিন্তু
আস্তে আস্তে দুজনের বন্ধুত্ব গভীর
হতে থাকে,
ছেলেটি ধীরে ধীরে মেয়েটির
ভালোবাসায় সাড়া দেয়।দুজন
জীবনটাকে সুন্দরভাবে পার
করতে থাকে।
কিন্তু হঠাৎ মেয়েটি খেয়াল করে
ছেলেটি বদলে যাচ্ছে।
তার সাথে কথা কম বলে মোবাইল
বন্ধ থাকে।
একদিন মেয়েটি জানতে পারে
ছেলেটির জীবনে অন্য কেউ
আছে।মেয়েটি ভেঙ্গে পড়ে।
কি করবে বুঝতে পারে না।
অনেক চেষ্টা করে ছেলেটিকে
তার জীবনে ফিরিয়ে আনার
কিন্তু ছেলেটি এমনি ওর
থেকে আরো দূরে চলে যেতে থাকে।
একদিন এক রাতে মেয়েটি নিজের
কষ্ট সহ্য করতে না পেরে
আত্মহত্যা করে।মেয়েটি মারা যায়।

রেখে যায়
তার পরিবারের জন্যে অসীম কষ্ট।
মেয়েটির বাবা মেয়েটিকে খুব
ভালোবাসতো।তার
আত্মহত্যার পর থেকে তার
বাবা পাগল হয়ে যায়।১০ বছর
পর আজো মেয়েটির পরিবার তার
বাবার চিকিৎসা একটি মানসিক
হাসপাতালে করাচ্ছে।
মেয়েটির মা এবং বড় বোন
কোনমতে তাদের সংসার চালাচ্ছে।
ছেলেটি কি হয়েছে তা জানা নাই।
হয়তো বিয়ে করে সুখে আছে।
অথবা কোন কারনে কষ্টে আছে।
ছেলেটি তো মেয়েটিকে ধোঁকা
দিয়ে গুনাহ করেছেই।কিন্তু
মেয়েটিও কি ভুল করেনি ?
এমন আমরা অনেকেই করি।
অনেকেই
আত্মহত্যার চেষ্টা করি।কেউ
মারা যায়, কেউ বেঁচে থাকে।
একটা ছেলে বা মেয়ের
ভালোবাসা আমাদের কাছে এত বড়
হয়ে যায় যে সৃষ্টিকর্তার দেয়া জীবন
মূল্যহীন হয়ে যায়?
বাবা মার ভালোবাসা কি এতই
সস্তা? তাদের ত্যাগ কি কোন
মানেই রাখে না আমাদের জন্যে?
যে আত্মহত্যা করে সে তো চলে যায়,
কিন্তু পেছনে রেখে যায়
এক অভিশাপ। যা তার পরিবার,
কাছের মানুষকে ধ্বংস করে দেয়।
দু বছরের প্রেম ২৫ বছরের বাবা মার
সকল ভালোবাসা,ত্যাগ থেকে বড়
হয়ে যায়।
যারা ভালোবাসায় কষ্ট পেয়েছেন
তাদেরকে বলছি, জীবনে সেই
মানুষটিকে সবকিছু ভাববেন না,
যে আপনাকে কষ্ট দিয়েছে।
ভালোমতো তাকিয়ে দেখুন
আশেপাশে এমন অনেকেই
আছে যে শুধু আপনার মুখের
হাসি দেখে বেঁচে থাকে।
কারো জন্য আপনি কিছুই না,
কিন্তু আপনার বাবা মার
জন্যে আপনি তার পৃথিবী। সেই
পৃথিবীকে এভাবে নষ্ট করবেন না..

ভালো লাগলে লইক দিয়ে
শেয়ার করুন....

বুধবার, ২১ মে, ২০১৪

সে আর অপেক্ষায় থাকেনা

হাত ঘড়ি তে বিকেল ৫টা বাজতেই
কেউ আমার অপেক্ষায় থাকতো,
সন্ধ্যা ৭টা বাজতে চলেও যেতো...

তারপর সারারাত নির্ঘুম প্রহর
একাকী জমাট বাধা নিরবতা,
মাঝে মাঝে কান পাতা
একাকী বারান্দায় হাঁটাহাঁটি,
নির্জনতা কে সাথে করে এভাবেই
অনেকগুলো দিন;
অনুরাগ অভিমানে কতো সময় পার...

তারপর বয়ে গেছে অনেকগুলো বছর
সেদিনের সেই ৫টা আজো বাজে,
৫টা পেরিয়ে একসময় বাজে ৭টা
আমি আর একাকী সময় হাতে হাত
রেখে পাশাপাশি চলি;
স্মৃতি আর কষ্ট কাধে কাধ
মিলিয়ে আমার আগে পিছে চলে...

সেই মানুষ আজ কোথায় জানিনা,
শুধু জানি,
একমুঠো ফুল হাতে সে আর
অপেক্ষায় থাকেনা
তারপরও আমার পথ চাওয়া
আজো ফুরায় না......
_____মন আমি....

তোমার নিরবতা....

তোমার নীরবতা আমাকে
অভিমানী করে দেয়,
নির্বাসনে যায় আমার
আনন্দ গুলো..
তোমার অভিযোগ আমাকে
শূন্য করে দেয়,

বিবর্ণ প্রজাপতির ডানায়
ভেসে যায় আবেগ..
তোমার মৌনতা আমাকে
নির্বাক করে দেয়,
রক্তাক্ত করে বিষাক্ত নীল
ছুরি তে.....

তোমার কথার শানিত তীর
আমাকে হতবাক করে দেয়,
ভালোবাসার উল্টোপীঠ এসে
উঁকি দেয় নির্জনে....

তোমার বার বার চলে যাওয়া
আমাকে কষ্টের নীল রঙে ধুয়ে
দিয়ে যায়,
বেদনার বেলাভুমিতে আছড়ে
পরতে থাকে আমার অস্তিত্ব...
_____মন আমি.....

শুক্রবার, ১৬ মে, ২০১৪

আমার বন্ধু হবে...?


বৃষ্টি তুমি কি আমার বন্ধু হবে, কৃত্রিমতার ছাপ মুছিয়ে দেবে? আমি এখন বুঝি কত সহজে মনের কথা বলা যায়.... কি সহজ করে- টুপটুপ শব্দে অবলীলায় মনের কথা বলে যাও কোন সংশয়, কোন দ্বিধা নেই। বৃষ্টি আমি কি কখনো তোমার মত সহজে দুঃখ প্রকাশ করতে পারবো? বৃষ্টি আমি সঙ্গ চাই তোমার আমি সহজ হতে চাই। বৃষ্টি তুমি কি আমায় সঙ্গ দেবে? আমার হৃদয়ের যত আবর্জনা, কুসংস্কার, জঞ্জাল, ময়লা তুমি ধুয়ে নেবে.... সাথে ধুয়ে দেবে আমার ভাবনা গুলোকে ওরা পবিত্র হতে চায়! বৃষ্টি তুমি এত সহজ কেন? কাঁদার ইচ্ছে হলে সময়ে- অসময়ে কাঁদো পাঁচ বছরের ছোট্ট মেয়ের মতো- অভিমানে। কই আমি তো দুঃখে অভিমানে, ক্রোধে পাথর হয়ে যাচ্ছি, কাঁদতে চেয়েও জোর করে সামান্য কান্না আসে না। তবে কাঁদাতে পারি আমি! বৃষ্টি তুমি কি আমার বন্ধু হবে? বৃষ্টি তোমার কাছ থেকে কান্না শিখবো কৃত্রিমতা বর্জিত ভালোবাসা তোমার কত সহজ সরল কথা বলো অভিমান করো, আর অভিমান শেষে রোদের কাছে আত্মসমর্পন করো। বৃষ্টি আমি ভালোবাসতে চাই তোমার ভালোবাসা চাই বৃষ্টি তুমি কি আমায় ভালোবাসা দেবে? বৃষ্টি তুমি কি আমার বন্ধু হবে? ____মন আমি......