বুধবার, ২১ মে, ২০১৪

সে আর অপেক্ষায় থাকেনা

হাত ঘড়ি তে বিকেল ৫টা বাজতেই
কেউ আমার অপেক্ষায় থাকতো,
সন্ধ্যা ৭টা বাজতে চলেও যেতো...

তারপর সারারাত নির্ঘুম প্রহর
একাকী জমাট বাধা নিরবতা,
মাঝে মাঝে কান পাতা
একাকী বারান্দায় হাঁটাহাঁটি,
নির্জনতা কে সাথে করে এভাবেই
অনেকগুলো দিন;
অনুরাগ অভিমানে কতো সময় পার...

তারপর বয়ে গেছে অনেকগুলো বছর
সেদিনের সেই ৫টা আজো বাজে,
৫টা পেরিয়ে একসময় বাজে ৭টা
আমি আর একাকী সময় হাতে হাত
রেখে পাশাপাশি চলি;
স্মৃতি আর কষ্ট কাধে কাধ
মিলিয়ে আমার আগে পিছে চলে...

সেই মানুষ আজ কোথায় জানিনা,
শুধু জানি,
একমুঠো ফুল হাতে সে আর
অপেক্ষায় থাকেনা
তারপরও আমার পথ চাওয়া
আজো ফুরায় না......
_____মন আমি....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন